Payment Policy
পেমেন্ট পলিসি
পেমেন্ট মেথড:
আমাদের ওয়েবসাইটে উল্লেখিত সকল মুল্য শুধুমাত্র নগদ (ক্যাশ) অর্থে ক্রয়ের জন্য প্রযোজ্য। অন্যান্য পেমেন্ট মেথড যেমন, বিকাশ বা কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ করলে বাড়তি চার্জ প্রযোজ্য হবে। যেকোনো অফারের মূল্যের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে।
আমরা নিম্নলিখিত পেমেন্ট মেথডগুলো গ্রহণ করি:
- ক্যাশ (Cash)
- ভিসা কার্ড (Visa Card)
- মাস্টারকার্ড (MasterCard)
- আমেরিকান এক্সপ্রেস কার্ড (American Express Card)
- বিকাশ (bKash)
- নগদ (Nagad)
- রকেট (Rocket)
- নেক্সাস পে (Nexus Pay)
- উপায় (Upay)
- ব্যাংক ট্রান্সফার (Bank Transfer)
নগদ প্রদান:
প্রোডাক্ট অর্ডার করার পর, ঢাকা এবং ঢাকার বাহিরে যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। তবে কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রীম পরিশোধ করতে হতে পারে। এক্ষেত্রে Tools Terminal এর প্রতিনিধি আপনাকে কল করে নির্দেশনা প্রদান করবেন।
চেক প্রদান:
চেকের মাধ্যমে মুল্য পরিশোধ করলে, চেক পাশ হওয়ার এবং টাকা আমাদের একাউন্টে জমা হওয়ার পর লেনদেন সম্পন্ন হবে এবং এরপর পণ্য হস্তান্তর করা হবে।
কার্ড পেমেন্ট:
আমরা ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, নেক্সাস পে, কিউ ক্যাশ এর ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করি।
SSLCOMMERZ লেনদেনের ক্ষেত্রে চার্জ:
- ভিসা ও মাস্টারকার্ডের ক্ষেত্রে ২%++ চার্জ
- আমেরিকান এক্সপ্রেস কার্ডের ক্ষেত্রে ৩%++ চার্জ
মোবাইল ব্যাংকিং:
আমরা বিকাশ, রকেট, এবং নগদ-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। লেনদেনের সময় “পেমেন্ট” অপশনটি নির্বাচন করুন।
চার্জের বিবরণ:
- বিকাশ মার্চেন্ট পেমেন্ট: ১.৫%++ এবং SSLCOMMERZ গেটওয়ে ব্যবহার করলে ২% চার্জ প্রযোজ্য।
- রকেট মার্চেন্ট পেমেন্ট: ১%++ এবং SSLCOMMERZ গেটওয়ে ব্যবহার করলে ২% চার্জ প্রযোজ্য।
- নগদ মার্চেন্ট পেমেন্ট: ১.২%++ এবং SSLCOMMERZ গেটওয়ে ব্যবহার করলে ২% চার্জ প্রযোজ্য।
Payment Policy
Available Payment Methods:
All prices mentioned on our website are valid if paid by cash (both online & offline). Any other payment method, such as using bKash or cards, may incur additional charges. The same applies to any offer prices.
We accept payment via the following methods:
- Cash
- Visa Card
- MasterCard
- American Express Card
- bKash
- Nagad
- Rocket
- Nexus Pay
- Upay
- Bank Transfer
Cash Payment:
After ordering a product, you may pay by cash for both inside and outside of Dhaka. However, in some cases, you may need to pay the delivery charge in advance. One of our representatives from Tools Terminal will call and guide you if required.
Cheque Payment:
Bank cheques are accepted only after the cheque is honored and fully deposited into our account. Once the funds are confirmed, the product will be delivered.
Card Payment:
We accept Visa, MasterCard, American Express, JCB, Nexus Pay, and QCash debit and credit cards for online transactions.
SSLCOMMERZ Transaction Charges:
- 2%++ charge for Visa and Mastercard transactions.
- 3%++ charge for American Express transactions.
Mobile Banking:
We accept payments through mobile banking services like bKash, Rocket, and Nagad. Select the “Payment” option during the transaction process.
Charge Details:
- 1.5%++ transaction charges for bKash merchant payments, 2% for SSL Gateway payments.
- 1%++ transaction charges for Rocket merchant payments, 2% for SSL Gateway payments.
- 1.2%++ transaction charges for Nagad merchant payments, 2% for SSL Gateway payments.